নবীগঞ্জ প্রতিনিধি:: হবিগঞ্জের নবীগঞ্জে নতুন করে আরও ৫ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। শনিবার (৪ জুলাই) ঢাকা থেকে তাদের রিপোর্ট আসে।
বিষয়টি নিশ্চিত করেছেন নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আব্দুস সামাদ।
তিনি বলেন, নবীগঞ্জে এ পর্যন্ত ৮৮৬ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এরমধ্যে নতুন ৫ জন নিয়ে উপজেলার ৭৬ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। তবে ইতোমধ্যে ৪০ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।