নিজেস্ব প্রতিনিধি:: হবিগঞ্জ জেলার নবীগঞ্জে বাড়ির উঠানে খেলতে গিয়ে পুকুরে পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে।গতকাল (২৯ জুন) বিকেলে ঘটনাটি ঘটেছে নবীগঞ্জ পৌরসভার ৬নং ওয়ার্ড চরগাও গ্রামে।চরগাও গ্রামের মঞ্জুর খানের দ্বিতীয় সন্তান নাবহান খাঁন (৫)।
জানা যায়, সোমবার বিকেলে নাবহান তার নিজ উঠানে খেলা করছিল। খেলার এক পর্ষায়ে সে সবার অগোচরে পুকুরের পানিতে পরে যায়।পরে পরিবারের লোকজন খোঁজাখুঁজি পর তাকে পানিতে পায় পেয়ে তাকে উদ্ধার করে নবীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নবীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স এর কর্তব্যরত চিকিৎসক মৃতের বিষয়টি নিশ্চিত করেন।