শায়েস্তাগঞ্জ সংবাদদাতা:: ঢাকা-সিলেট মহাসড়কের অলিপুরে সড়ক দুর্ঘটনায় আহত হয়ে অলিপুর বাজারের ব্যবসায়ী হাবিবুর রহমান আনু ও তার খালাত বন নাজু আক্তার (৩০) চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন।
সোমবার (২২ জুন) দিবাগত রাত ৩ টায় ঢাকার নিউ লাইফ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আনুর মৃত্যুর ঘন্টাখানেক পর তার খালাত বোন নাজু আক্তারের মৃত্যু হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন হাবিবুর রহমান আনুর ভাই মো. উজ্জল আহমেদ।
এর আগে শনিবার (২০ জুন) শনিবার ঢাকা-সিলেট মহাসড়কের অলিপুরে পিকআপ ভ্যান ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত হন তিনি। এসময় তার সাথে আহত হন নাজু আক্তার (৩০) নামের এক নারী। এ ঘটনায় হাবিবুর রহমানুর অবস্থা আশংকাজনক হওয়ায় তাকে ঢাকার একটি হাসপাতালে প্রেরণ করা হয়। পরে ৩ দিন পর সোমবার রাতে তার মৃত্যু হয়।
এদিকে তার মৃত্যুতে এলাকার ব্যবসায়ীরা গভীর শোক জানিয়েছেন।