তোফাজ্জল হোসেন চৌধুরী : বৈশ্বিক মহামারী করোনা প্রভাবে কর্মহীন হয়ে পড়া দরিদ্র মানুষের মাঝে মাধবপুর প্রেসক্লাবের সভাপতি মহিউদ্দিন আহমেদ এর পরিবারের পক্ষ থেকে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। শনিবার (২৫ এপ্রিল) সকালে সামাজিক দুরত্ব বজায় রেখে মাধবপুর উপজেলার কালিকাপুর গ্রামে প্রেসক্লাব সভাপতির বাড়িতে এসব খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। এ সময় মাধবপুর প্রেসক্লাব সভাপতি মহিউদ্দিন আহমেদ বলেন, বৈশ্বিক মহামারী করোনা প্রতিরোধে আমাদের সবাইকে যারযার অবস্থান থেকে ভুমিকা রাখতে হবে।